ছবি: সংগৃহীত
আগামী জানুয়ারি থেকে বন্ড–সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ ডিসেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) নামে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করা হয়েছে। বর্তমানে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট এ সফটওয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা দিচ্ছে। সাধারণত বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) গ্রহণ করে থাকে।
সিবিএমএস-এর ইউপি মডিউল চালু থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে ইউপি গ্রহণ করছে। এখন পর্যন্ত হাতেগোনা কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা গ্রহণ করেছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। তবে ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে একে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এ প্রেক্ষাপটে, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুততা ও স্বচ্ছতার সাথে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে সিবিএমএস সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ওইদিন থেকে বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে ইউপি ইস্যু সংক্রান্ত কোনো সেবা সিবিএমএস সফটওয়্যার ছাড়া অন্য কোনো মাধ্যমে দেওয়া হবে না।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



